দ্য ওয়াল ব্যুরো: দশকের পর দশক পুরনো শ্রমআইনে (Labour Act) বড়সড় রদবদল এনেছে কেন্দ্র (Centre Government)। শুক্রবার থেকে কার্যকর হল কেন্দ্রের চারটি নতুন শ্রম কোড (News Labour Codes)। সরকারের দাবি, এর ফলে সহজ হবে নিয়মকানুন, আর শক্তিশালী হবে কর্মী নিরাপত্তা।
সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে দেশের অন্যতম বৃহৎ চাকরিদাতা ক্ষেত্র—আইটি ও আইটিইএস শিল্পে (Labour Codes In IT Sector)। নতুন শ্রম কোডে চুক্তিভিত্তিক কর্মীদেরও এখন থেকে স্থায়ী কর্মীদের মতো সুবিধা দিতে বাধ্য থাকবে সংস্থাগুলি। এর মধ্যে থাকবে পিএফ, ইএসআইসি, বিমা, গ্র্যাচুইটি সহ সব ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধা।