দ্য ওয়াল ব্য়ুরো: আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এ ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারে আরও একটি ভারতীয় ছবি। পরিচালক নীরজ ঘেওয়ানের 'হোমবাউন্ড' (Homebound)-এর পাশাপাশি, অশ্বিন কুমারের অ্যানিমেটেড ছবি 'মহাবতার নরসিংহ' (Mahavatar Narsimha) অস্কারের 'বেস্ট অ্যানিমেটেড ফিল্ম' ক্যাটাগরির প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছে।
অ্যাকাডেমি কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে ছবি দুটিকে কঠিন প্রতিযোগিতার মোকাবিলা করতে হবে:
বেস্ট অ্যানিমেটেড ফিল্ম (Best Animated Film):