দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সহজ নয়। এ ব্যাপারে যে যতই তত্ত্ব দিন, কোনও নিশ্চিত ফর্মুলা নেই। অনেক মাথা খাটিয়ে কিছু তৈরি করে ভিউ জোটে না, আবার অনেক ভিডিও ভাইরাল হয় যার কোনও মাথামুণ্ডু নেই। এ এক আজব দুনিয়া! এমনই নতুন সেনসেশন বা ভাইরাল হয়ে গেল এক তরুণীর মাত্র ২ সেকেন্ডের একটি মেকআপ ভিডিও। সেই ব্যান্ডানা গার্লের (Bandana girl) ভিডিওটি X-এ (টুইটার) ঝড় তুলেছে।
মাত্র ২০ দিনেই ভিডিওর ভিউ ৯৮ মিলিয়ন ছাড়িয়েছে। ব্যাপারটা এতটাই আলোড়ন তৈরি করেছে যে, অনেকে এখন X-এর অ্যালগরিদম বোঝার চেষ্টা করছেন আবার কেউ হিসেব কষছেন—এই ছোট্ট ভিডিও থেকে তিনি কত রোজগার করবেন!