দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রাজনীতিতে (Indian Politics) অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ পুরোনো হলেও, প্রচার মঞ্চে দাঁড়িয়ে সরাসরি 'ফান্ডে'র (Fund) উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar') মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আগামী ২ ডিসেম্বরের মালেগাঁও পুরসভা নির্বাচনকে (Malegaon Municipal Election) কেন্দ্র করে মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে।
মালেগাঁও পুরসভা নির্বাচনের প্রচারে গিয়ে অজিত পাওয়ার ভোটারদের উদ্দেশে বলেন, "আপনারা ভোট না দিলে আমিও টাকা দেব না। আপনাদের কাছে ভোট আছে, আর আমার কাছে ফান্ড (টাকা)।"
#REL