দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের সাঙ্গলিতে (Sangli, Maharashtra) আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা এবং সাম্প্রতিক Women's ODI World Cup–জয়ী ব্যাটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। বর সংগীত পরিচালক পলাশ মুচ্ছল (Palash Muchhal)।
বেশ কিছু দিন ধরে যে জল্পনা চলছিল, রবিবার তা বাস্তব রূপ পেতে চলেছে। জানা গিয়েছে, বিয়েটি হবে ছোটখাটো, সম্পূর্ণ ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়ের উপস্থিতিতে। দুপুরবেলায় সম্পন্ন হবে মূল অনুষ্ঠান, বেশির ভাগ তারকা-দম্পতির ট্রেন্ড থেকে খানিক আলাদা পথেই হাঁটছেন স্মৃতি–পলাশ।
#REL