দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তেই স্কিনের সমস্যা বাড়ে। রুক্ষ্মতা, টানটান ভাব, খুসকির মতো সমস্যা নিত্য ব্যাপার, ক্রিম লাগিয়েও সামলে ওঠা যায় না। অনেকেরই এই সময়ে অভিযোগ থাকে, যতই ময়শ্চারাইজার লাগাই না কেন, ত্বক যেন একটুও ঠিক থাকছে না। এই পরিস্থিতিতে কীভাবে স্কিনকে উজ্জ্বল আর ভাল রাখা যায়, সেই নিয়েই পরামর্শ দিলেন ডার্মাটোলজিস্টরা।
শীতকালে বাতাসে আদ্রতা কমে যায়। ফলে ত্বক থেকেও স্বাভাবিক যে তেল, তা দ্রুত শুকিয়ে যেতে থাকে। তাই শুধু সাধারণ ক্রিম লাগালে খুব একটা লাভ হয় না। ত্বকের উপরিভাগে আর্দ্রতা ধরে রাখার মতো সঠিক যত্নের রুটিন প্রয়োজন।
#REL