দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ে (Lucknow) বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচি বা এসআইআর (SIR)-এর কাজের চাপে বিএলও-র মৃত্যুর অভিযোগ। ৫০ বছরের বিজয় কুমার বর্মা (Vijay Kumar Verma), যিনি শিক্ষামিত্র হিসেবে কর্মরত ছিলেন এবং বিধিবদ্ধভাবে বুথ–লেভেল অফিসার (BLO) দায়িত্বে নিযুক্ত ছিলেন, গত সপ্তাহে ব্রেন হেমারেজে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে এক বেসরকারি হাসপাতালে মারা যান।
সংগঠনের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপেই ভেঙে পড়েছিলেন বর্মা। আর তারপর এই ঘটনা।
#REL