দ্য ওয়াল ব্যুরো: কসবার হোটেলে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন তাঁর দুই সঙ্গী। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে ধরা পড়েছেন ধ্রুব মিত্র এবং কমল সাহা। কসবা থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে দু’জনকে।
শনিবার দুপুরে কসবার রাজডাঙা এলাকার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসাল্কার দেহ। বীরভূমের বাসিন্দা হলেও কর্মসূত্রে কলকাতাতেই থাকতেন। শুক্রবার রাতে তিনি হোটেলে ওঠেন আরও দু’জনের সঙ্গে, একজন যুবক ও এক তরুণী। হোটেলে বুক করা হয়েছিল মোট দু’টি ঘর। পরিবারের দাবি, এক ঘরে ছিলেন আদর্শ, আর অন্য ঘরে থাকছিলেন বাকি দু’জন।
#REL