রফিকুল জামাদার
'ঝান্ডার রঙ যদি ফিকে হয়...', বামেদের এই গানের 'যদি' এখন বাস্তব। দীর্ঘ ৩৪ বছর শাসন করে নতুন করে এখনও গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি সিপিএম (CPIM)। দলের সুদিন যে কবে ফিরবে তা নিয়েও সন্দেহ রয়েইছে। বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Election Date) বেশি দেরি নেই। উদ্ধত বেয়োনেট রুখে দেওয়া তো দূর কি বাত, আগামীর রাজপথ দখল নেওয়ার মতো শক্তি বৃদ্ধি হয়েছে কিনা লাল শিবিরের (Red Brigade) সেটা বোঝা যাবে তখনই। খাতা খুলতে না পারলেও এই স্থবির দলের অন্যতম ইউএসপি আবেগ (CPM West Bengal)। যে আবেগে ভর করে এখনও তরুণ প্রজন্ম আশায় বুক বাঁধে। আসন না আস