দ্য ওয়াল ব্যুরো: খবর পেয়ে পুলিশ এসে যখন দেহ উদ্ধার করে, দেখা যায় উপুড় হয়ে পড়ে রয়েছেন আদর্শ (chartered accountant Adarsh Losarka death), পরনে কোনও কাপড় নেই, পা বাঁধা তোয়ালে দিয়ে, মাথায় গভীর আঘাত। ঘরে মিলেছে কন্ডোমও। ঠিক কী ঘটেছিল সেই রাতে, তা জানতে সিসিটিভি ফুটেজ (kasba incident cctv footage) খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার দুপুরে কসবা রাজডাঙা এলাকার হোটেল (Kasba Murder) ঘর থেকে উদ্ধার হয় আদর্শ লোসালকার দেহ। ঘটনার একদিন পরেই দু'জনকে গ্রেফতার করা হয়েছে। জেরা চলছে, কিন্তু পুলিশের চোখ রয়েছে সিসিটিভি ফুটেজে। কী বলছে ফুটেজ?
#REL