মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ
রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে SIR প্রক্রিয়া। বাড়ি বাড়ি ঘুরে ভোটারের তথ্য সংগ্রহ করে দায় এড়াতে পারছেন না বিএলওরা। তথ্য সঠিক কিনা যাচাই করে এন্ট্রিও করতে হচ্ছে বিএলওদের। চাপ এতটাই যে বিয়ের রিসেপশনের দিন অতিথি আপ্যায়ন না করে কাজে বসতে হল ডোমকলের এক বিএলওকে।