দ্য ওয়াল ব্যুরো: শরীর খারাপ লাগছিল বলে রাস্তায় গাড়ি থামিয়ে নেমেছিলেন হবু বর। সেটাই কাল হল। বিয়ের কয়েক মুহূর্ত আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুবোধ কুমার (UP groom killed)। এই ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাঘপত জেলায় বিয়ের আনন্দঅনুষ্ঠানে হঠাৎই নেমে এল বিষাদের ছায়া (Baghpat wedding accident)।
পরিবারের একমাত্র সন্তান সুবোধের এমন মৃত্যুতে খানিক আগেও যে বাড়িতে সাজসজ্জা, গানবাজনা, আনন্দের সুর বাজছিল, মুহূর্তের মধ্যে সেখানেই নেমে আসে শোকের ছায়া।
#REL