দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার সুমাত্রা (Indonesia Sumatra)। এই দ্বীপটিকে যেন থামতেই দেয় না পৃথিবীর ভিতরের অস্থিরতা। বৃহস্পতিবার সকালে আবারও কেঁপে (Earthquake) উঠেছে অঞ্চলটি। মাত্র ১০ কিলোমিটার গভীরে, সীনাবাং-এর পশ্চিমে ৬৩ কিলোমিটার দূরে জন্ম নিয়েছিল ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প।
কিন্তু এই কম্পন আবার যেন ইন্দোনেশিয়ার (Indonesia) দীর্ঘ দুঃশ্চিন্তার সঙ্গেই মিশে গেল। কারণ দেশের উত্তর সুমাত্রা জুড়ে এখনও তছনছ করে দিচ্ছে সাইক্লোন সেনিয়ার (Cyclone Senyar) - যার প্রভাবে হড়পা বান আর ধসের ঘটনায় ২৫ জনের বেশি মানুষ মারা গেছেন, নিখোঁজ এখনও ১০ জন।