দ্য ওয়াল ব্যুরো: ২০১২ সাল থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে একটি বোয়িং বি৭৩৭ বিমান।
কৌতূহলীরা নানা সময়ে জানার চেষ্টা করেছেন বিমানটি কেন দিনের পর দিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। জবাব মেলেনি। আসলে বিমানটির মালিক সংস্থা এয়ার ইন্ডিয়ার (Air India) কোনও হেলদোল ছিল না বিমানটি নিয়ে। তারা বস্তুত ভুলেই গিয়েছিল বিমানটির কথা। দীর্ঘ যাত্রায় অচল বিমান স্বল্প দূরত্বের মধ্যে চলাচল করতে পারে। ফলে সময় মতো বিক্রি করে দিলে ভাল পরিমান অর্থ কোম্পানির ঘরে জমা পড়ত।