দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর মানেই নতুন পরিকল্পনা, যদি সিকিমের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় সময় কাটানোর সুযোগ থাকে, তবে তা মনে আলাদা জায়গা করে নেবে তা বলা বাহুল্য। সিকিমের লোকেশনগুলি দুর্দান্ত (Travel to Sikkim)। তাই তো গোটা বিশ্ব থেকে পর্যটকরা দার্জিলিংয়ের সঙ্গে সিকিমের অপরূপ দৃশ্য চাক্ষুষ করতে ছুটে যান (Best Homestays in Pelling)।
সিকিম বলতেই আজকাল লোকজন উত্তর সিকিম বা গ্যাংটককে তালিকার প্রথমে রাখে। কিন্তু একদিকে পাইন বন, স্কাইওয়াক, বিখ্যাত মনাস্ট্রি এবং অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা একসঙ্গে উপভোগ করতে চাইলে পৌঁছে যেতে পারেন পেলিং (Pelling Tourism)।
#REL