দ্য ওয়াল ব্যুরো: ঢাউস আর্মানি ওভারকোট গায়ে লিভারপুলের সমর্থকদের চুপ করতে বলছেন, দল পিছিয়ে পড়েও জিতছে আর তিনি আঙুলে তর্জনী ছুঁইয়ে মাঠের বাইরে নিজের লড়াই লড়ে যাচ্ছেন!
ব্রিটিশ ফুটবলের অন্যতম আইকনিক ছবি৷ ফোকাসে জোসে মোরিনহো। কোট গায়ে চেলসির প্রাক্তন ম্যানেজারের ছবি ইংল্যান্ডের লোকগাথায় জায়গা করে নিয়েছে৷ সেই স্যুট একদা নিলামে ওঠে। প্রায় ২৫ লাখ টাকায় বিক্রিও হয়! তারপর দল বদলেছেন জোসে, পালটে ফেলেছেন নিজের স্টাইল স্টেটমেন্টও! কিন্তু বদলায়নি একটা জিনিস—স্টাইল নিয়ে তাঁর নির্লিপ্ত আত্মবিশ্বাস। কারও মতো হতে চান না। নিজের মতোই থাকেন। আর সেজন্যই তিনি ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।