দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার স্মৃতি মন্ধনা-র (Smriti Mandhana) সঙ্গে মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল-এর (Palaash Muchhal) বাগদান নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই পলাশের ব্যক্তিগত জীবন হঠাৎই ইন্টারনেট (Internet) বিতর্কের কেন্দ্রবিন্দুতে। স্মৃতি মন্ধনার সঙ্গে বাগদানের আগে পলাশের সঙ্গে বিরভা শাহের (Birva Shah) সম্পর্ক ছিল, যা উভয় পরিবারই জানত বলে খবর।
Palash Muchhal and his ex Birva Shah👀 pic.twitter.com/0nVRaia3CQ https://t.co/T8kNaz2REU