দ্য ওয়াল ব্যুরো: আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দামামা বেজে যাওয়ার পর সূচি ঘোষণার অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের প্রত্যাশা এবং অতীতের হতাশা উঠে এল। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সরাসরি জানিয়ে দিলেন, ফাইনালে তিনি কোন মাঠে খেলতে চান এবং তাঁর প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চান।
সূর্যকুমার যাদবকে যখন সঞ্চালক প্রশ্ন করেন, তিনি ফাইনালে কোন মাঠে এবং কোন প্রতিপক্ষের সঙ্গে খেলতে চান, তখন তিনি কিছুক্ষণ ভেবে জবাব দেন, "নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর ফাইনালে প্রতিপক্ষ হিসাবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।"
#REL