দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বাড়িতে ফর্ম বিলি করছে বিএলও-রা (BLO)। কোথাও আতঙ্ক, কোথাও বিভ্রান্তি—ঠিক এই সময়েই হেমতাবাদ ব্লক প্রশাসন সচেতনতার জন্য নিল অন্যরকম উদ্যোগ। শুধুই মাইকিং নয়, তথ্য পৌঁছে দিতে ভরসা রাখা হল লোকসঙ্গীতের শক্তিতে।
শনিবার দুপুরে হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে ছয়জন লোকশিল্পীকে নিয়ে রঙিন ট্যাবলো ঘুরে বেড়াল ব্লকজুড়ে। ঢোল, করতাল আর খোলা গলায় শিল্পীদের তালে তালে শোনা গেল—
‘বিএলও যাচ্ছে বাড়ি বাড়ি/ দুই খান ফরম হাতে ধরি/
একখান ফরম ফিলআপ করি/ দিবেন তোমরা তাড়াতাড়ি..’