দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৬ বছর বয়সে কোর্টেই প্রাণ হারাল জাতীয় স্তরের এক বাস্কেটবল খেলোয়াড় (Basketball player death)। জানা গিয়েছে, নিহত ওই খেলোয়াড়ের নাম হার্দিক রাঠি। প্র্যাকটিস চলাকালীন লোহার বাস্কেটবল পোল হঠাৎ ভেঙে পড়ে (Haryana basketball pole collapse) তার উপর, এবং সেখানেই ঘটে মারাত্মক দুর্ঘটনা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, হরিয়ানার রোহতকে। সূত্রের খবর অনুযায়ী, মৃত্যুর সময় হার্দিক একাই প্র্যাকটিসে ব্যস্ত ছিল (Basketball player death during practice in Haryana)।
#REL