দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের (Most Populated Cities) তালিকায় বড়সড় রদবদল করল রাষ্ট্রসঙ্ঘ (UN)। নতুন প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘদিন শীর্ষে থাকা টোকিও আর এক নম্বরে নেই। তার জায়গা দখল করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (Jakarta World’s largest and most populated city 2025)। আর দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka)। আগে ৯ নম্বরে ছিল ঢাকা। এখন সেই ৯ নম্বরে রয়েছে কলকাতাকে (Kolkata)।
কোথায় কে দাঁড়াল? নতুন র্যাঙ্কিং জানালো রাষ্ট্রসঙ্ঘ