দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ দিল্লির অভিজাত বসন্ত বিহার এলাকায় দেশের অন্যতম বড় পান–মশলা ব্যবসায়ী (Kamala Pasand Pan Masala) কমল কিশোর চৌরাসিয়ার (Kamal Kishore Chaurasia) পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু (Kamal Kishore Chaurasia daughter in law dies unnatural death) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করছে। কমল কিশোর চৌধুরীর দুটি পানমশলা ব্র্যান্ড রয়েছে—কমলা পসন্দ বা রাজশ্রী।
ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ