দ্য ওয়াল ব্যুরো: তিন বছর পূর্তির উদযাপন শেষ হতেই রাজভবনের মাথায় চাপল নতুন অস্বস্তি। রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) নিজের কার্যকালের চার বছরে পা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, বিধায়ক— সকলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। কিন্তু সেখানেই বিপত্তি।
সেই তালিকায় চলে গেল দু’টি চিঠি— একটির গন্তব্য তেহট্টের প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার নামে, অন্যটি বিধায়কপদ খারিজ হওয়া মুকুল রায়ের ঠিকানায়। দু’জনই আর বিধায়ক নন, একজন প্রয়াত, অন্যজন আদালতের রায়ে পদচ্যুত। ফলে চিঠি পৌঁছোতেই শুরু রাজনৈতিক জলঘোলা।
#REL