দ্য ওয়াল ব্যুরো: তাঁদের বিয়ে পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য (Smriti Mandhana wedding postponed)। তার মাঝেই উঠে এসেছে নানা বিতর্ক, হবু স্ত্রীকে প্রতারণার মতো গুরুতর অভিযোগও রয়েছে। তিন দিন মুম্বইয়ের হাসপাতালে কাটানোর পর অবশেষে ছাড়া পেলেন সুরকার পলাশ মুচ্ছল (Palaash Muchhal discharged)।
তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্ট (chest pain breathing issues) শুরু হওয়ায় পলাশকে গোরেগাঁওয়ের SRV হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসার পর তাঁকে আজই ছেড়ে দেওয়া হয়েছে। বাড়ি ফিরেছেন সুরকার।
#REL