দ্য ওয়াল ব্যুরো: ঘুম থেকে দার্জিলিং ৮ কিলোমিটার। তবে সে দিকে না গিয়ে ঘুম থেকে মিরিকের রাস্তায় ৮ কিলোমিটার এগোলেই মিলবে পাইনের ঘন সারি। সেগুলোর মধ্যে মেঘ মাঝেমধ্যেই লুকোচুরি খেলে। জায়গাটির নাম লেপচা জগৎ (Best Homestays in Lepchajagat)। লেপচা জনগোষ্ঠী প্রভাবিত ছোট এক জনপদ। শান্ত, নিরিবিলি জায়গা পছন্দ করেন, এমন পর্যটকদের বড় প্রিয় (Travel)।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতায় রয়েছে, বয়স্করাও যেতে পারেন সহজেই। হাতে ২-৩ দিন থাকলে, দার্জিলিঙের কোলাহল পছন্দ না হলে আপনিও পৌঁছে যেতে পারেন। শিলিগুড়ি থেকে গাড়ি পাওয়া যায়।
#REL