দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাত। বিয়ের সাজসজ্জায় (Wedding celebrations) ব্যস্ত গরুমারা জঙ্গল লাগোয়া একটি অভিজাত রিসর্ট (Gorumara Resort)। রঙিন আলো, সানাইয়ের সুর, অমন্ত্রিতদের কোলাহল—হঠাৎই যেন সব থেমে গেল। অন্ধকার জঙ্গল থেকে বেরিয়ে মূর্তি নদীর জল কাঁপিয়ে এগিয়ে এল এলাকার এক পরিচিত দাপুটে ছায়া।
কয়েক সেকেন্ড… তারপরই স্পষ্ট হল ভয়ঙ্কর দৃশ্য! রিসর্টের ফটক পেরিয়ে ঢুকে পড়েছে কুখ্যাত দাঁতাল ‘ডাঁয়া গণেশ’ (Elephant, Dyana Ganesh)!