দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় (Social Media) লাগামছাড়া ভিডিও, অবাঞ্ছিত কনটেন্ট এবং ইউটিউবারদের (Youtuber) বিতর্কিত মন্তব্য— এই সবের দায় কার? ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ মামলার শুনানিতে সেই প্রশ্নটিকেই সামনে আনল সুপ্রিম কোর্ট। কঠোর মন্তব্য প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kanta)। জানালেন, “নিজের চ্যানেল খুলেই দায়মুক্তির রাস্তা নয়, কারও তো জবাবদিহি থাকতেই হবে।”
‘স্বাধীনতার নামেই বিকৃতি চলবে না’, কেন্দ্রকে স্পষ্ট বার্তা