দ্য ওয়াল ব্যুরো: আইপ্যাকের (I-PAC) কার্যকলাপ ঘিরে আবারও তীব্র অভিযোগের সুর তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (Purba Medinipur Police Super) নাকি আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কর্মীদের (BJP Workers) উপর সংগঠিত চাপ তৈরি করছেন।
বৃহস্পতিবার নন্দীগ্রামে (Nandigram) সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকায় গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে বিজেপি কর্মী–সমর্থকদের দলে টানার চেষ্টা চলছে। এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে আইপ্যাকের সক্রিয় ভূমিকা রয়েছে বলেই দাবি তাঁর।