দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্বের সর্বত্র এখন উৎসবের আমেজ। নতুন করে শুরুর অপেক্ষায় যখন মানুষ, তখনই শুরু হয়েছে ২০২৬ সালের ক্যালেন্ডার ঘেঁটে ছুটির হিসেব কষা। কারণ লাল কালি মানেই একটু স্বস্তি, একটু ঘোরার পরিকল্পনা, কিংবা নিজের মতো করে সময়কে সাজিয়ে নেওয়ার সুযোগ।
ঠিক সেই কারণে রাজ্যের সরকারি কর্মী থেকে স্কুল–কলেজের পড়ুয়া— সকলেরই নজর এখন পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ করা নয়া ছুটির তালিকায়।