দ্য ওয়াল ব্যুরো: মৈপীঠ (Maipith, Sundarban) আবারও কাঁপছে বাঘের ছায়ায় (Royal Bengal Tiger)!
ভোরের আলো ফোটার আগেই কিশোরীমোহনপুর শ্রীকান্তপল্লির জঙ্গল লাগোয়া রাস্তায় একের পর এক তাজা পায়ের ছাপ, আর রাতের আঁধারে বিকট গর্জন—দু’য়ের জোড়া আঘাতে আতঙ্ক ((Fear)। ) ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে। সন্ধ্যা নামতেই দরজা-জানলা বন্ধ করে ঘরে সিঁটিয়ে বসে পড়েছেন মানুষজন। যেন অদৃশ্য কারও নজর সব সময় তাদের পিছনে।