দ্য ওয়াল ব্যুরো: দেশের ভূমিকম্প (Earthquake) ঝুঁকি-মানচিত্রে বড়সড় বদল। ভারতীয় মানদণ্ড ব্যুরো (BIS)-র নয়া Earthquake Design Code বলছে, পুরো হিমালয়কেই এবার রাখা হচ্ছে সর্বোচ্চ ঝুঁকির Zone VI–এ, যা এই প্রথম।
ফলে নতুন মানচিত্রে দেখা যাচ্ছে, দেশের ৬১ শতাংশ এলাকা এখন মাঝারি থেকে সর্বোচ্চ ঝুঁকির আওতায়। এত বড় রদবদল ভারতীয় ভূমিকম্প (Indian Earthquake) শনাক্তকরণ ব্যবস্থায় বহু দশকে দেখা যায়নি।
কেন পুরো হিমালয়ই ‘সর্বোচ্চ ঝুঁকি’?