দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকায় ( Sir Voter List) নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ৪ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা (Sir Form-Fill-up) দেওয়া যাবে। তারপর বেরোবে খসড়া তালিকা। তবে এখনও পর্যন্ত যা হিসাব তাতে ১৫ লক্ষ ৫৩ হাজার মৃত ভোটারকে (West Bengal SIR dead voters) চিহ্নিত করা গিয়েছে। কমিশন সূত্রে এই পরিসংখ্যান জানা গিয়েছে। তবে জানিয়ে রাখা ভাল, এই পরিসংখ্যান চূড়ান্ত নয়।কমিশনের একটি সূত্রের দাবি, মৃত ভোটারের (Dead Voter) ফাইনাল নম্বর আরও বেশি হবে। তা ২০ লক্ষ ছাপিয়ে যেতে পারে।
#REL