দ্য ওয়াল ব্যুরো: কেরলের ইদুক্কির (Kerala Idukki) পর্যটনকেন্দ্র আনাচালে রীতিমতো দুঃস্বপ্নের অভিযানে সামিল হলেন চার পর্যটক। ‘স্কাই-ডাইনিং’ (Sky Dinning) রেস্তরাঁয় খেতে বসে হঠাৎই বিকল হল ক্রেন। প্রায় ১৫০ ফুট ওপরে ঝুলে রইলেন দুই শিশু-সহ ওই পরিবার (Kerala Sky-Dining Restaurant)।
এই স্কাই ডাইনিং হল একটি অনন্য ও রোমাঞ্চকর খাবারের অভিজ্ঞতা যেখানে একটি ডাইনিং টেবিল একটি ক্রেন দিয়ে প্রায় ১৬০ ফুট উঁচুতে বাতাসে ঝুলে থাকে। এই অভিজ্ঞতায়, সুন্দর ও শ্বাসরুদ্ধকর দৃশ্যের সঙ্গে এক রোমাঞ্চকর পরিবেশও উপভোগ করতে পারেন।
#REL