দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য নতুন বল ‘ট্রিয়ন্ডা’ (Trionda) উন্মোচন করল ফিফা (FIFA)। স্প্যানিশ শব্দ। যার অর্থ ‘তিন তরঙ্গ’। ইঙ্গিত, তিন আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সম্মিলিত আয়োজন। বলের মূল নকশায় লাল-সবুজ-নীলের তিন রং। কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ইগল আর আমেরিকার তারা—তিন দেশের প্রতীকও বসানো। মাঝখানে চার প্যানেল মিলে ত্রিভুজ। আর সোনালি অলঙ্করণে ট্রফির প্রতি শ্রদ্ধা।
ফিফা বিশ্বকাপের ইতিহাসের মতো বলের বিবর্তনও কম নাটকীয় নয়। একাধিক বল, নানা নকশা, প্রযুক্তি—প্রতিটি যুগের আলাদা গল্প।