দ্য ওয়াল ব্যুরো: আধুনিক ক্রিকেট বা ফুটবল শুধু ব্যাট-বলেই সীমাবদ্ধ নেই। আজকের দিনে ফিটনেসই খেলোয়াড়দের আসল অস্ত্র। শক্তি, গতি, কৌশল, মানসিক দৃঢ়তা, সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রিকেটারদের জীবনে ঢুকে গেছে উন্নত প্রযুক্তি। আর এই প্রযুক্তির দুনিয়ায় নতুন ঢেউ তুলছে একটি ছোট্ট ডিভাইস, WHOOP ব্যান্ড। বিরাট কোহলি থেকে জসপ্রীত বুমরাহ— অনেক তারকার কবজিতে দেখা যাচ্ছে একই ব্যান্ড।
কিন্তু এই ব্যান্ডের বিশেষত্ব কোথায়? সাধারণ ফিটনেস ট্র্যাকার তো বাজারে অনেক আছে! WHOOP-ই বা কেন খেলোয়াড়দের নতুন ভরসা?