দ্য ওয়াল ব্যুরো: র্যাপিডোর (Rapido) এক বাইকচালক উদয়পুরের তাজ আরাবল্লি রিসর্টে (Taj Aravalli Resort) হওয়া বিলাসবহুল ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর (Destination Wedding) খরচ সামলেছেন। এই চমকে দেওয়ার মতো তথ্য পেল ইডি (ED)।
ওই বিয়েটি হয় গত বছরের নভেম্বর মাসে। তদন্তকারী অফিসারদের সন্দেহ, গুজরাতের যুব রাজনৈতিক নেতা আদিত্য জুলা (Aditya Zula)-র সঙ্গে এই বিয়ের যোগ রয়েছে। কিন্তু টাকার উৎস নিয়ে এক্ষেত্রে উঠছে বড় প্রশ্ন।