দ্য ওয়াল ব্যুরো: ফরিদাবাদের স্কুলশিক্ষক দিব্যাংশু গোয়েল (Divyanshu Goel)। বয়স মাত্র ৩৮। সকালবেলা স্কুলে যাওয়ার তাড়া, ক্লাস নেওয়া, খাতা দেখা, ঠিক করা মানে তীব্র ব্যস্ততা। কিন্তু তারই মাঝে শরীর দিচ্ছিল অন্য সংকেত। হাঁটার সময় হঠাৎ গতি কমে যাওয়া। হাতের লেখা (Handwriting) ছোট হয়ে আসা। শরীর মাঝে মাঝে এমন শক্ত (Stiffness) হয়ে যাওয়া, যেন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত স্বাভাবিক ছন্দ।
প্রথমে তিনি ভেবেছিলেন, শীতের ঠান্ডা, দীর্ঘক্ষণ টানা বসে কাজ করা, আর স্ট্রেসের ফলেই (Stress) এসব হচ্ছে। বয়স তো মাত্র ৩৮ কোনও রোগ ছুঁতে পারে, সে ধারণাই ছিল না।
#REL