দ্য ওয়াল ব্যুরো: পরনে সাদা ফুলহাতা টিশার্ট, সাদা প্যান্ট - সাদামাতা হয়তো একটু অনুজ্জ্বল লাগে, কিন্তু চোখ দু'টি ভীষণ দীপ্ত। তাতে বরং জ্বলজ্বল করছে জীবনের সঙ্গে লড়ার তাগিদ। সন্ধে নামে, একের পর এক স্টেশন পেরিয়ে যায় শিয়ালদহ লোকাল। সেদিকে তাকিয়ে লোক দেখার সময় নেই তার। যে বয়সে আরও পাঁচটা বাচ্চা মাঠেঘাটে খেলাধুলো করে বা বাবা-মায়ের কাছে লেটেস্ট ভিডিও গেমের জন্য বায়না করে, সেই বয়সেই তার কাঁধে উঠেছে সংসারের দায়ভার (boy sells papad in sealdah local)।
শিয়ালদহ লাইনে (Sealdah local viral story) ছেলেটিকে দেখা যায় প্রায়ই। পাঁপড় ফেরি করে সে। নাম... কী যায় আসে!
#REL