দ্য ওয়াল ব্যুরো: দেশের ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করার জন্য এতদিন যে 'সিসমিক জোন'-এর তালিকা ব্যবহার করা হতো, তাতে এবার বিরাট পরিবর্তন আনা হয়েছে। আগে ভারতকে জোন-২ থেকে জোন-৫ পর্যন্ত চারটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। কিন্তু ভূতত্ত্ববিদরা মানচিত্রটি পরিমার্জন করে একটি নতুন অঞ্চল যোগ করেছেন—যার নাম 'জোন-৬'। এই নতুন সিসমিক মানচিত্র অনুযায়ী গোটা হিমালয় পর্বতমালাকে এখন 'সর্বোচ্চ ভূমিকম্পপ্রবণ' এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উদ্বেগের বিষয় হল, নতুন এই মানচিত্র অনুসারে বিরাট ভারত ভূখণ্ডের ৬১ শতাংশ অঞ্চলই এখন 'ভূমিকম্পপ্রবণ' হিসেবে চিহ্নিত হয়েছে।