দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' (Ditwah) শ্রীলঙ্কায় ধ্বংসলীলা চালানোর পর এবার ভারতের দিকে এগোচ্ছে। এর জেরে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং দক্ষিণ ভারতের তিন রাজ্যে তৈরি হয়েছে চরম সতর্কতা। তবে স্বস্তির খবর, এই ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব বঙ্গোপকূলে পড়ছে না। বরং শুষ্ক আবহাওয়ার হাত ধরে শীতের প্রত্যাশায় দিন গুনছে পশ্চিমবঙ্গ।
আলিপুর আবহাওয়া অফিসের বুলেটিন অনুসারে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উত্তর উপকূলে ঘূর্ণিঝড় 'দিতওয়াহ' বর্তমানে তাণ্ডব চালাচ্ছে। এটি ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
#REL