দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা চেয়েছিলেন, পেয়েও গিয়েছিলেন। তাহলে নতুন করে ডাকাতির অভিযোগ কেন? ইন্সপেক্টর দূর্গা রায়—অর্থাৎ টোটা রায় চৌধুরীর মুখে এই প্রশ্ন উচ্চারণ হতেই যেন অন্ধকার ভেদ করে পর্দায় আবির্ভাব ঘটে সেই কিংবদন্তি নামটির—অনন্ত সিংহ। এভাবেই শুরু হয়েছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ (keu bole biplobi keu bole dakat)-এর ঝকঝকে রয়্যাল রিভিল ভিডিও। আর বিশেষ দিন বলেই হয়তো, নিজের জন্মদিনে জিৎ ভক্তদের হাতে তুলে দিলেন তাঁর নতুন ছবির প্রথম ঝলক। মাত্র ১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওতে অনন্তকে যে ঠিক কোন খাপে ফেলা যায়—বিপ্লবী, না কি দস্যু—সেটা বোঝাই কঠিন।
#REL