দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় তরুণীকে শ্লীলতাহানির (EM Bypass molestation case) ঘটনায় একজনকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। এখনও পলাতক দুই অভিযুক্ত। তাঁদের খোঁজ চলছে। ধৃত যুবক গার্ডেনরিচের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শ্লীলতাহানির অভিযোগে ২৪ বছরের আলতাফ আলমকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে (One accussed arrested)। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।