দ্য ওয়াল ব্যুরো: শুরু থেকেই ইঙ্গিত ছিল, ম্যাচটা জমবে (IND vs SA 1st ODI)। কিন্তু যে নাটকীয়তায় শেষ পর্যন্ত গড়াল, তার জন্য প্রস্তুত ছিল না কেউই। ৩৫০ রানের টার্গেট ধরে দক্ষিণ আফ্রিকা বারবার ম্যাচে ফিরল, আবার পিছিয়েও গেল (India vs South Africa match report)। আর সবশেষে রোহিত শর্মার (Rohit Sharma) ঠান্ডা মাথায় একটা ক্যাচেই থেমে গেল তাদের লড়াই। দক্ষিণ আফ্রিকা অলআউট ৩৩২, ভারত জিতল ১৭ রানে(India won south Africa by 17 run)।
কোহলির ১৩৫, রোহিতের রেকর্ড - ৩৪৯/৮ তুলে চাপ তৈরি ভারতীয় ব্যাটিংয়ের