দ্য ওয়াল ব্যুরো: কমে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম। মাসিক সংশোধিত রেট অনুযায়ী ১ ডিসেম্বর থেকেই ১৯ কেজির সিলিন্ডারের দাম ১০ টাকা কমল। তবে ডোমেস্টিক সিলিন্ডারের (Domestic LPG Cylinder) দামে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ, বাড়ির রান্নার গ্যাসের দাম যেমন ছিল তেমনই থাকছে।
এই মূল্যহ্রাস বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশেষ করে হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান- সব ক্ষেত্রকেই কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। গত মাসেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৫ টাকা কমানো হয়েছিল। এবার একেবারে ১০ টাকা! হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে।
#REL