দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশায় ঢেকে আছে দিল্লি। রাজধানীর পথঘাট প্রায় অদৃশ্য। কুয়াশার সঙ্গে মিশে আছে ভয়ংকর মাত্রার দূষণ। সবমিলিয়ে দৃশ্যমানতা প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে। সেই সঙ্গে শ্বাস-প্রশ্বাসের সমস্যা তো আছেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে।
এই অবস্থায় রাজধানীর জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হননি। রাস্তায় যে সামান্য গাড়ি বেরিয়েছে সেগুলিও চলছে অত্যন্ত ঢিমে গতিতে। তবে এখন পর্যন্ত দৃশ্যমানতার কারণে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই।
#REL