সোমা লাহিড়ী
শ্রীরামকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের মনকে স্পর্শ করে, আমরা তাঁর উপদেশ মেনে চলার চেষ্টা করি। তবে অনেক সময়ই এমন হয় যে তাঁর অত্যন্ত সহজভাবে বলা কথাও আমরা ঠিক বুঝতে পারি না। যেমন 'টাকা মাটি, মাটি টাকা'-এই উক্তিটি আমরা সকললেই জানি, কিন্তু ঠাকুর ঠিক কী বলতে চেয়েছেন আমরা বুঝতে পারি না। ঠাকুর কি তাহলে অর্থসম্পত্তি জমিজায়গা সব ছেড়ে আমাদের সন্ন্যাসী হতে বলেছেন?