দ্য ওয়াল ব্যুরো: নদিয়ার ভারত–বাংলাদেশ সীমান্ত (Bangladesh, Nadia border) আবারও জালনোট চক্রের সক্রিয়তার ইঙ্গিত দিল। সোমবার ভোরেই ইছামতী নদীর ধারে সন্দেহজনক নড়াচড়া দেখে সতর্ক হয় বিএসএফ (BSF)। আর তাতেই গা-ঢাকা দেয় পাচারকারীরা। তাঁদের ফেলে যাওয়া প্যাকেট থেকে উদ্ধার হয় ৫০০ টাকার ব্যাগভর্তি জালনোট (Large amount of fake RS 500 notes recovered), মোট অঙ্ক ৩ লক্ষ ৮ হাজার টাকা।
সকাল সাড়ে ছ’টা নাগাদ ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানদের চোখে পড়ে দুই ব্যক্তির নড়েচড়ে ওঠা। বাংলাদেশের দিক থেকে তাঁরা এগোচ্ছিলেন সীমান্তের দিকে। বিপদ টের পেয়ে চোরাকারবারীরা মুহূর্তে সটকে পড়ে।