দ্য ওয়াল ব্যুরো: ভারত সরকার স্মার্টফোনের সাইবার সুরক্ষা বাড়াতে নতুন নিয়ম চালু করতে চলেছে (smartphone security)। নির্দেশ অনুযায়ী, এখন থেকে বাজারে আসা প্রতিটি নতুন স্মার্টফোনে আগেই ইনস্টল করা থাকবে সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi app)।
এই অ্যাপ চুরি যাওয়া ফোন খুঁজতে, জাল IMEI নম্বর ধরা পড়তে এবং বিভিন্ন ধরনের প্রতারণা ঠেকাতে সাহায্য করে। তবে প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে, বিশেষ করে অ্যাপলের কিছু আপত্তি আছে, কারণ তারা সাধারণত কোনও সরকারি বা থার্ড-পার্টি অ্যাপ প্রি-ইনস্টল করে না।