দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিজেপির জয়জয়কার। সোমবার কলকাতা হাইকোর্ট ক্লাবের (Calcutta High Court Club) নির্বাচনে ১০টির মধ্যে ৭টি পদ দখল করলেন বিজেপি সমর্থিত আইনজীবীদের সংগঠনের সদস্যরা (BJP's victory)। এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।
বিজেপির লিগ্যাল সেলের হাইকোর্ট শাখার কো-কনভেনর তথা আইনজীবী রিভু দত্ত বলেন, "এর আগে আমরা বার অ্যাসোসিয়েশনের সিংহভাগ পদে জিতেছিলাম। এবার হাইকোর্ট ক্লাবের বেশিরভাগ আসনেও জয় এল। আইনজীবীদের এই রায় প্রমাণ করে বাংলার মানুষ আগামী ভোটে রাজ্যে পালাবদল দেখতে চান।"
#REL