দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম (Egg Prices increasing)। বিশেষ করে পোলট্রি মুরগির ডিম। মঙ্গলবার বাজারে ডিমের দর ৮ টাকা। ক্রেতারা দাম বৃদ্ধি নিয়ে বলতে গেলে বিক্রেতারা বলছেন, সামনে ক্রিসমাস। জোগান এবং চাহিদা সংক্রান্ত সামঞ্জস্যের ঘাটতিতে ডিমের দাম আরও বাড়তে পারে।
মঙ্গলবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ডিমের দাম বৃদ্ধির প্রসঙ্গটি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, "ডিমের দাম কেন বাড়ছে, তা নিয়ে বাংলার প্রতি অপপ্রচার করা হচ্ছে।"
#REL